বিজয় দিবসে শহীদদের প্রতি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সাভার জাতীয় স্মৃতিসৌধে এ শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, ট্রেজারার এস. এম. এহসান কবীর, রেজিস্টার মো. রেজাউল হক, যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক রফিক আহম্মদ সিদ্দিক, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মো. রফিক আল মামুন, সহকারী রেজিস্টার জনাব মো. জাকির হোসেন, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মো. জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বঙ্গবন্ধু পরিষদ-ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শাখা ও কর্মচারী পরিষদ এবং বিভিন্ন পর্যায়ের নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এমএম/এফকে