নারীদের জন্য মার্কিন দূতাবাসের নতুন শিক্ষা প্রকল্প

আন্তর্জাতিক নারী দিবস ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকার মার্কিন দূতাবাসের অর্থায়নে নারীদের জন্য দুই বছর মেয়াদি শিক্ষা প্রকল্প গ্রহণ করেছে। মঙ্গলবার (৯ মার্চ) ঢাকার ব্র্যাক ইনে প্রকল্পটির উদ্বোধন করা হয়। এতে অংশ নেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার।
দূতাবাস জানায়, বাংলাদেশের নারী ও মেয়েদের স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) বিষয়ে কর্মজীবন গড়ে তুলতে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশি এনজিও সংস্থা এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটির (ইসিএস) সঙ্গে যৌথভাবে নতুন প্রকল্প চালু করা হয়। দুই বছরব্যাপী এই উদ্যোগের অংশ হিসেবে দেশজুড়ে স্টেম প্রতিযোগিতা আয়োজন করা ছাড়াও আটশর বেশি স্টেম প্রশিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে।
দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স সেকশনের অর্থায়নে পরিচালিত দুই বছরব্যাপী এ প্রকল্পের মাধ্যমে স্টেম বিষয়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে। যার মধ্যে দেশব্যাপী স্টেম প্রতিযোগিতা আয়োজন এবং স্টেম প্রশিক্ষক/শিক্ষকদের প্রশিক্ষক-প্রশিক্ষণ রয়েছে। এছাড়াও জব ফেয়ার ও ক্যারিয়ার কাউন্সেলিয়ের মাধ্যমে তরুণীদের প্রযুক্তি খাতে সফল পেশাগত জীবন গড়ে তোলার লক্ষ্যে পরামর্শ দেওয়া হবে।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মিলার বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদানের স্বীকৃতির কথা স্মরণ করিয়ে দিয়ে স্টেম বিষয়ে নারী ও মেয়েদের শিক্ষা-গ্রহণ ও কর্মজীবন গড়ে তুলতে তাদেরকে উৎসাহিত, অনুপ্রাণিত ও সহযোগিতা করার গুরুত্ব তুলে ধরেন।
দূতাবাসের ভাষ্য, এতে করে ঢাকা ও ওয়াশিংটনের মানুষের মধ্যে সম্পর্ক এবং দুই দেশের শিক্ষা-বিষয়ক সংযোগ ও সম্প্রসারণ বৃদ্ধি পাবে। এছাড়াও প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্তকরণ, জেন্ডার সমতা নিশ্চিতকরণ, একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নারীদের অবদান রাখার সুযোগ তৈরি হবে। একটি অবাধ ও স্বাধীন ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে দূতাবাসের গৃহীত অনেকগুলো উদ্যোগের একটি।
এনআই/ওএফ