চমেক হাসপাতালে দালাল আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে মোরশেদ আলম (৪০) নামে এক দালালকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মোরশেদ রাঙ্গুনিয়া উপজেলার কাঁঠালি শিকদার বাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ মনজুর আলমের ছেলে।
এ নিয়ে কয়েক দিনের ব্যবধানে হাসপাতালটি থেকে পাঁচ দালালকে আটক করে পুলিশ। আটককৃতরা চমেক থেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা এবং নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ ক্রয়ে বাধ্য করাসহ বিভিন্ন ধরনের কার্যক্রমে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার সকালে হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডের সামনে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করা অবস্থায় এক দালালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচলাইশ থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ১৪ ডিসেম্বর হাসপাতালটি থেকে মো. সাহাব উদ্দিন (২৮) নামে এক দালালকে আটক করে পুলিশ। কয়েকদিন পর ২০ ডিসেম্বর সোহেল রানা (২৪), ইমতিয়াজ আহমেদ (২১) ও মো. ইমন (২৪) নামে আরও তিন দালালকে আটক করা হয়।
/এফক/