কর ও ফরেন সার্ভিস একাডেমীর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিসিএস কর একাডেমী ও ফরেন সার্ভিস একাডেমীর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, অনুষদ সদস্য বিনিময়, উন্নয়নমূলক কর্মসূচি ও যৌথ গবেষণাসহ অন্যান্য সহযোগিতামূলক কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার (১১ মার্চ) দুই একাডেমীর মধ্যে স্মারকটি স্বাক্ষরিত হয়।
বিষয়টি নিশ্চিত করে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বলেন, ফরেন সার্ভিস একাডেমীতে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও এনবিআর সদস্য অপূর্ব কান্তি দাসসহ দুই একাডেমীর কর্মকর্তারা।
বিসিএস কর একাডেমীর পক্ষে মহাপরিচালক মো. রেজাউল করিম চৌধুরী এবং ফরেন সার্ভিস একাডেমীর পক্ষে রেক্টর সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন।
আরএম/আরএইচ