বাংলাদেশি ৩ তরুণের স্টার্টআপ মার্ক ড্রয়িং কোম্পানি

ঘরে বসেই অনলাইনে যুক্তরাজ্যের মানুষের ছবি এঁকে দিচ্ছেন বাংলাদেশের তিন তরুণ রফিকুল হাসান, আমির হামজা ও রেজাউল করিম কাজল। এর মাধ্যমে প্রতিমাসে ৮ থেকে ১০ লাখ টাকার রেমিট্যান্স দেশে আনছেন তারা।
করোনার সময় গড়ে তোলা তাদের এই প্রতিষ্ঠানের নাম মার্ক ড্রয়িং কোম্পানি ডটকম। প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত সাড়ে ৬ হাজার গ্রাহকের প্রায় ৩০ হাজার পোর্ট্রেট এঁকে দিয়েছেন তারা।
জানা গেছে, গ্রাহকের পছন্দ অনুযায়ী পোর্ট্রেট এঁকে দেয় মার্ক ড্রয়িং। সাদা-কালো, পেন্সিল পোর্ট্রেট, কালার পেন্সিল পোর্ট্রেট, পুরোনো বা নষ্ট ছবি থেকে পোর্ট্রেট করে দেয় প্রতিষ্ঠানটি।
সাদা-কালো হাতে আঁকা পোর্ট্রেটের জন্য তারা ১৪.৯৯ জিবিপি চার্জ করে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ এক হাজার ৯০৪ টাকা (১ জিবিপি=১২৭ টাকা)। এছাড়া পেন্সিলে আঁকা ফ্যামিলি পোর্ট্রেটের জন্য ১৫ দশমিক ৭৫ জিবিপি, রঙিন পেন্সিল পোর্ট্রেটের জন্য ১৬.৯৯ জিবিপি, রঙিন ডিজিটাল পোর্ট্রেটের জন্য ১৬.৬৫ জিবিপি চার্জ করে প্রতিষ্ঠানটি।
ওয়েবসাইটের মাধ্যমে ছবি আঁকার অর্ডার দিতে হয়। অর্ডার দেওয়ার পর প্রতিষ্ঠানটির আর্টিস্ট ডিপার্টমেন্ট ছবিগুলো আঁকে। ছবি আঁকার জন্য তারা ৩ থেকে ৫ দিন সময় নেয়। আঁকার কাজ শেষ হলে ছবির প্রিভিউ গ্রাহকের কাছে পাঠানো হয়। গ্রাহকের সবুজ সংকেত পাওয়ার পর তারা ছবি ডেলিভারির জন্য পাঠায়। একটি পোট্রেট আঁকা থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত ৫ থেকে ৬ দিন সময় নেওয়া হয়।
নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এই তিন তরুণ জানান, ভবিষ্যতে আমরা আমাদের কাজের পরিধি বাড়াতে চাই। আমরা যুক্তরাজ্যের বাইরে অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাষ্ট্রের বাজারে নিয়ে যেতে চাই এবং দেশের অর্থনীতি খাতে অবদান রাখতে চাই।
এমএম/এমএ