যাত্রাবাড়ীতে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

Dhaka Post Desk

ঢামেক প্রতিবেদক

২৬ জানুয়ারি ২০২৩, ০১:৪৪ পিএম


যাত্রাবাড়ীতে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

যাত্রাবাড়ীতে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (ঢামেক) দুপুরে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মিসবাহ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, সকালে আমরা খবর পেয়ে কুতুবখালী টোল প্লাজার ফুটপাত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছি।

তিনি আরও বলেন, আশপাশের লোকমুখে তার পরিচয় জানার চেষ্টা করলেও প্রাথমিকভাবে আমরা তার নাম-পরিচয় পাইনি। প্রযুক্তির সহায়তায় আমরা তার নাম পরিচয় জানার চেষ্টা করছি।

এসএএ/জেডএস

Link copied