চট্টগ্রাম কাস্টমস হাউসে দুদকের অভিযান

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৪ পিএম


চট্টগ্রাম কাস্টমস হাউসে দুদকের অভিযান

চট্টগ্রাম কাস্টম হাউজের শুল্কায়ন প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদক সূত্র জানায়, অভিযানে ঘুষ লেনদেনের বিষয়টি সরাসরি প্রমাণ করা সম্ভব না হলেও অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অসাধু কর্মকর্তাদের পছন্দের দালাল চক্রের মাধ্যমে ঘুষ লেনদেন প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় রাসায়নিক ল্যাবের কার্যক্রমেও নানা অসঙ্গতি দেখা গেছে।

দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক এনামুল হক বলেন, ঘুষ লেনদেনের বিষয়ে সত্যতা পাওয়ায় দায়িত্বশীল কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট রেকর্ডপত্র চাওয়া হয়েছে। এছাড়া অভিযানে পাওয়া রেকর্ডপত্রের আলোকে শিগগিরই কমিশন বরাবরে প্রতিবেদন দাখিল করা হবে।

এমআর/ওএফ

Link copied