চট্টগ্রামে কৃষিজমির মাটি কাটার দায়ে দুজনকে কারাদণ্ড

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার দায়ে দুজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এ অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার উত্তর ঢেমশা এলাকার ছিদ্দিক আহম্মদের ছেলে মনছুর উদ্দিন (২৭) ও দক্ষিণ রামপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে খোরশেদ আলম (৩৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, কৃষিজমির টপ সয়েল কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় ২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে সাতকানিয়া থানা পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেছেন। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
এমআর/এসকেডি