ডিবির অভিযানকালে ‘হার্ট অ্যাটাকে’ একজনের মৃত্যু

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪০ পিএম


ডিবির অভিযানকালে ‘হার্ট অ্যাটাকে’ একজনের মৃত্যু

চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযান চলাকালে ‘হার্ট অ্যাটাকে’ মো. নাছির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার মধ্য রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন পশ্চিম শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের দাবি, নাছির উদ্দিন অসুস্থতার কথা ডিবি পুলিশকে জানালেও তাতে কর্ণপাত করেননি কর্মকর্তারা। একপর্যায়ে তাকে জোর করে থানায় নিয়ে যেতে চাইলে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। এ সময় ওষুধ খেতে চাইলেও তাকে সেটার অনুমতি দেননি সেখানে উপস্থিত থাকা পুলিশ সদস্যরা।

যদিও পরিবারের এসব অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

মৃতের ছোট ভাই মো. জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, আমরা পশ্চিম শহীদনগর এলাকার স্থায়ী বাসিন্দা। ফটিকছড়িতে আমরা কোনো সময় ছিলাম না। আমার ভাইয়ের বিরুদ্ধে আগে কয়েকটি মামলা ছিল। এগুলো সমাধান হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে ডিবিসহ ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য বাড়িতে আসেন। তারা এসেই আমার ভাইয়ের বিরুদ্ধে গরু চুরি মামলা আছে বলে জানান। আমার ভাই তাদের অসুস্থতার কথা জানান। কিন্তু তারা তাকে জোর করে ধরে নিয়ে যেতে চেষ্টা করে।

তিনি আরও বলেন একপর্যায়ে আমার ভাইয়ের মুখ দিয়ে ফেনা বের হয়। তখন তাকে ওষুধও খেতে দেওয়া হয়নি। একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে যান। তখন আমরা জোর করে তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তার আগেই আমার ভাই মারা যান। আমি অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তি দাবি করছি।

তিনি বলেন, আমার ভাই মহল্লা কমিটি উপদেষ্টা ছিলেন। সামনে কমিটির নির্বাচন আছে। এটি নিয়ে ষড়যন্ত্র হতে পারে।

এদিকে পুলিশের দাবি, ফটিকছড়ি থানায় দায়ের হওয়া গরু চুরির একটি মামলায় গ্রেপ্তার এক আসামির জবানবন্দিতে উঠে আসে নাছিরের নাম। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। একপর্যায়ে জেলা ডিবি পুলিশ নিশ্চিত হয় ওই আসামি নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় থাকেন। তাকে গ্রেপ্তারে বৃহস্পতিবার রাত ১টার দিকে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু পুলিশ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও অভিযুক্ত নাছিরের পরিবারের লোকজন ঘরের দরজা খুলছিলেন না। রাত সাড়ে ৩টার দিকে দরজা খোলা হয়। এ সময় বাড়ির লোকজন জানান নাছির অসুস্থ।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, অভিযানের সময় পুলিশ নাছিরের সঙ্গে কথা বলে। অসুস্থ থাকায় তাকে গ্রেপ্তার না করে পরদিন সকালে বায়েজিদ বোস্তামী থানায় যোগাযোগ করতে বলা হয়। পরে তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) ভোরে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, পরিবারের লোকজনের দাবি তার আগে থেকে হার্টের সমস্যা ছিল। এ কারণে তিনি মারা গেছেন। মৃতের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এমআর/এসকেডি 

Link copied