ডিএনসিসির ওয়ার্ডগুলো থেকে গৃহস্থালি বর্জ্য সংগ্রহে নিবন্ধন লাগবে

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৮ এএম


ডিএনসিসির ওয়ার্ডগুলো থেকে গৃহস্থালি বর্জ্য সংগ্রহে নিবন্ধন লাগবে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ওয়ার্ডগুলো থেকে গৃহস্থালি বর্জ্য সংগ্রহের সেবাদানকারী প্রতিষ্ঠান (ভ্যানসার্ভিস) নিবন্ধনের কার্যক্রম গ্রহণ করেছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএনসিসির উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মফিজুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়টি জানানো হয়েছে। এর জন্য সংশ্লিষ্টদের আবেদন করতে বলা হয়েছে।

মফিজুর রহমান বলেন, ডিএনসিসির ওয়ার্ডগুলো থেকে গৃহস্থালি বর্জ্য সংগ্রহের সেবাদানকারী প্রতিষ্ঠান (ভ্যানসার্ভিস) নিবন্ধনের আবেদনপত্রের মূল কপি ৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ অফিস চলাকালীন সময়ে উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার দপ্তর থেকে ‘মেয়র, ঢাকা উত্তর সিটি করপোরেশন’ এর অনুকূলে ৫ হাজার টাকার পে-অর্ডারের বিনিময়ে সংগ্রহ করা যাবে।

জানা গেছে, গৃহস্থালি বর্জ্য সংগ্রহের সেবাদানকারী প্রতিষ্ঠানের (ভ্যানসার্ভিস) নিবন্ধন সংক্রান্ত টার্মস অব রেফারেন্সের আলোকে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে। আগ্রহী প্রতিষ্ঠান ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের মধ্যে যেকোনো একটি ওয়ার্ডে নিবন্ধনের জন্য আবেদনপত্র দাখিল করতে পারবে।

এএসএস/ওএফ

Link copied