পৌনে দুই ঘণ্টা পর পাহাড়তলী বাজারের আগুন নিয়ন্ত্রণে

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক 

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১২ এএম


পৌনে দুই ঘণ্টা পর পাহাড়তলী বাজারের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের পাহাড়তলী বাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের পাঁচটি ইউনিট রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ। 

তিনি বলেন, আগুনে ছয়টি শেডের তরকারি, মুদি, ডিমের দোকানসহ আনুমানিক ৩০ থেকে ৪০টি ছোট ছোট কাঁচা দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এমআর/আরএআর

Link copied