আইইবি নির্বাচন

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ‘সবুর-মঞ্জু’ প্যানেলের পরিচিত সভা

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪১ পিএম


বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ‘সবুর-মঞ্জু’ প্যানেলের পরিচিত সভা

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ২০২৩-২০২৪ মেয়াদে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ‘সবুর-মঞ্জু’ প্যানেলের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর রমনায় আইইবির অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

‘সবুর-মঞ্জু’ প্যানেলের প্রার্থীরা হলেন, প্রেসিডেন্ট পদে প্রকৌশলী মো. আবদুস সবুর, সাধারণ সম্পাদক পদে এস এম মঞ্জুরুল হক মঞ্জু, ভাইস-প্রেসিডেন্ট (সেবা ও কল্যাণ) প্রকৌশলী শাহাদাৎ হোসেন শীবলু, ভাইস-প্রেসিডেন্ট (মানবসম্পদ উন্নয়ন), মঞ্জুর মোর্শেদ, ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক এবং আন্তর্জাতিক), প্রকৌশলী কাজী খাইরুল বাশার,  ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ), প্রকৌশলী মো. নুরুজ্জামান, সহকারী সাধারণ সম্পাদক পদে (অর্থ ও প্রশাসন), প্রকৌশলী মো. রনক আহসান, সহকারী সাধারণ সম্পাদক (মানবসম্পদ) প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী, সহকারী সাধারণ সম্পাদক (সেবা ও উন্নয়ন) প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, সহকারী সাধারণ সম্পাদক (একাডেমিক এবং আন্তর্জাতিক) প্রকৌশলী মো. আবুল কালাম হাজারী।

প্যানেলের চেয়ারম্যান পদে প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও মানবসম্পদ উন্নয়ন) প্রকৌশলী শেখ মাসুম কামাল, ভাইস-চেয়ারম্যান ( প্রশাসন, পেশা এবং সেবা), প্রকৌশলী মো. হালিম আহমেদ মুরাদ, সম্পাদক পদে মো. নজরুল ইসলাম মনোনীত হয়েছেন।

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি এবং ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামানের স্বাগত বক্তব্য রাখেন।

এছাড়া বক্তব্য রাখেন বর্তমান প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা, এলজিইডির প্রধান প্রকৌশলী শেখ মো. মহসিন প্রমুখ।

উল্লেখ্য, আগামী ৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আইইবির সদর দপ্তর, ঢাকা কেন্দ্রসহ সারাদেশের ১৮টি কেন্দ্র, ৩৩টি উপকেন্দ্র এবং ওভারসিজ চ্যাপ্টারগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এমএসআই/এসকেডি

Link copied