নেদারল্যান্ডসে কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা বাংলাদেশের

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৪ পিএম


নেদারল্যান্ডসে কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা বাংলাদেশের

নেদারল্যান্ডসে এক উগ্র ডানপন্থী কর্মী কর্তৃক পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রতিবাদের অধিকার, বাকস্বাধীনতা বা মানবাধিকারের নামে নেদারল্যান্ডসে এক মাসের মধ্যে এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তিতে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে আবারও সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অযৌক্তিক উস্কানি বন্ধ করা এবং মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীক সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানায় বাংলাদেশ।

এনআই/এফকে

Link copied