সম্পর্কের সুবর্ণজয়ন্তী : ঢাকা ও প্যারিসে স্মারক ডাকটিকিট প্রকাশ

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৫ এএম


সম্পর্কের সুবর্ণজয়ন্তী : ঢাকা ও প্যারিসে স্মারক ডাকটিকিট প্রকাশ

বাংলাদেশ এবং ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ঢাকা ও প্যারিসে স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূত মেরি মাসডুপে মঙ্গলবার ঢাকায় এ স্মারক ডাকটিকেট প্রকাশ করেন। একই সময়ে ফ্রান্সে ফরাসী পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কোলোনা এবং সে দেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত খোন্দকার মো. তালহা একই স্মারক ডাকটিকেট প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি ফ্রান্স বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে। এই স্বীকৃতির দানের মাধ্যমে একই বছর ঢাকা ও প্যারিসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

এনআই/এসকেডি

Link copied