চুরি হওয়া ৯ মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
গ্রেপ্তাররা হলেন- রানা শেখ ও মুস্তাইন বিল্লাহ ওরফে স্বচ্ছল। গ্রেপ্তারের পর তাদের হেফাজত থেকে নয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, গত ডিসেম্বরে চকবাজার থানায় মোটরসাইকেল চুরির ঘটনায় একটি মামলা হয়। মামলা তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় জানা যায়, মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা নড়াইলের নড়াগাতি থানা এলাকায় অবস্থান করছে।
এরপর গোয়েন্দা পুলিশ চোর চক্রের অবস্থান শনাক্ত করে নড়াগাতি থানার জোগানিয়া ও চাপাইল এলাকায় অভিযান চালিয়ে গতরাতে তাদেরকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) বলেন, গ্রেপ্তার রানা ও স্বচ্ছল চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করতো।
উদ্ধারকৃত মোটরসাইকেলের বিবরণী
১. লাল রঙের এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল রেজিঃ নং-ঢাকা মেট্রো ল-৪৪-৫৭৬৩, চেসিস নং- MD634KE42J2F22977 ও ইঞ্জিন নং-0E4FJ2523994
২. হলুদ রঙের এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল রেজিঃ নং- নাই, চেসিস নং-MD634KE49J2C04046 ও ইঞ্জিন নং-0E4CJ2406060
৩. কালো ও টিয়া রঙের এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল রেজিঃ নং-ঢাকা মেট্রো ল-২১-৫৩১৯, চেসিস নং-MD624HC16C2G15933 ও ইঞ্জিন নং-C1K2061773
৪. কালো রঙের ডিসকভার মোটরসাইকেল রেজিঃ নং- ঢাকা মেট্রো হ-৫৪-০৭৭৭, চেসিস নং-MD2A14AY1HWB88918 ও ইঞ্জিন নং-JBZWHB52106
৫. কালো ও লাল রঙয়ের ডিসকভার মোটরসাইকেল রেজিঃ নং- সিরাজগঞ্জ হ-১৩-৪৭৮২, চেসিস নং- MD2A15BY9HWG87390 ও ইঞ্জিন নং- JZYWHG80079
৬. শেওলা রঙের হিরো হাঙ্ক মোটরসাইকেল রেজিঃ নং- ঢাকা মেট্রো ল-৩৫-০৩৩৭, চেসিস নং-PSIKCS236JJE00038 ও ইঞ্জিন নং-KC13EFJGB03134
৭. কালো ও লাল রঙের এক্স ব্লেড হোন্ডা মোটরসাইকেল রেজিঃ নং-বগুরা ল-১৩-০০৬০ , চেসিস নং-PS0KC4190KH100595 ও ইঞ্জিন নং- KC35E-A-2000413
৮. লাল রঙের হিরো হোন্ডা CBZ মোটরসাইকেল রেজিঃ নং- নাই, চেসিস নং-MBLKC12EECJ0012 ও ইঞ্জিন নং- KC13EA8GG07171
৯. কালো রঙের পালসার মোটরসাইকেল রেজিঃ নং-ঢাকা মেট্রো ল-২৫-১১৪৬, চেসিস নং-MD2DHDHZZSCK90152 ও ইঞ্জিন নং- DHGBSK80964
জেইউ/কেএ