স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা চায় অভিভাবক ফোরাম

আগামী ৩০ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। তবে সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পুনর্বিবেচনার (রিভিউ) করার দাবি জানিয়েছে অভিভাবক ফোরাম। সোমবার (১৫ মার্চ) ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ বাড়ার কারণে বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও সেগুলো আবার বন্ধ করা হয়েছে। বাংলাদেশে গত ১৫ দিন ধরে করোনা শনাক্তের হার ঊর্ধ্বগতি। আজ সোমবার শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৭৩ জন। মারা গেছেন ২৬ জন। এটি গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু। তাই সরকারের ঘোষিত ৩০ মার্চ স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি পর্যায়ের সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত রিভিউ করতে হবে।
এ অবস্থায় ঘোষিত তারিখে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি করেছে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও পাশাপাশি নতুন বা পরিবর্তিত রূপের আবির্ভাবে শিক্ষার্থী এবং অভিভাবকরা পড়েছেন দুশ্চিন্তায়।
এতে আরও বলা হয়, শহরাঞ্চলে বেশিরভাগ অভিভাবককে সন্তান নিয়ে গণপরিবহনে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়। যুবকদের আক্রান্ত হার আগের চেয়ে বেড়েছে। শিশুদের হার কম হলেও তারা ভাইরাস বাহকের ভূমিকায় অবতীর্ণ হতে পারে। এ অবস্থায় অভিভাবকরা সন্তানদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন না।
শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী এবং অভিভাবকদের স্বাস্থ্য ঝুঁকি এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুনভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি। বিজ্ঞপ্তিতে জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে আলোচনা করে সরকারকে স্কুল-কলেজ খোলার বিষয়টি পুনরায় বিবেচনা করার দাবি জানানো হয়।
অভিভাবক ফোরামের নেতারা বলেন, সামনে রমযান মাস। এ সময় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষার্থীদের মৃত্যুর ঝুঁকিতে রেখে শুধুমাত্র টিউশন ফি আদায়ের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া যাবে না।
এনএম/এমএইচএস