মডেল নোবেলের বোন আটকা পড়েছেন
রাজধানীর গুলশান-২ নম্বরে ১২ তলা আবাসিক ভবনে লাগা আগুনে আটকা পড়েছেন মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেলের বোন। আগুন লাগা ভবন থেকে এখন পর্যন্ত এক শিশুসহ মোট ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের ঘটনায় ভবনটি থেকে মোট ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ১৭ জন। এছাড়া আটকেপড়া অন্যদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।
উদ্ধার হওয়াদের মধ্যে নোবেলের বোন রয়েছেন কিনা তা জানাতে পারেনি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
সবশেষ খবর পর্যন্ত মোট ১৯টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
এদিকে গুলশানে বহুতল ভবনে লাগা আগুনের তীব্রতা কমে এসেছে। এরইমধ্যে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ভবনের ভেতরে প্রবেশ করেছে। আগুনের তীব্রতা থেকে বাঁচতে অনেকেই ভবনের ছাদে অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে আগুনের ঘটনায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। লাফিয়ে পড়ে ওই ব্যক্তির (৩০) মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ওএফ