মুশকিলের মোটরসাইকেল

০২ মার্চ ২০২৩।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের নির্মাণকাজে রাশিয়ার ঠিকাদার দেরি করলে জরিমানা দিতে হয় বাংলাদেশকে। ইতিমধ্যে সরকার রাশিয়াকে প্রায় ৭৮ কোটি টাকা জরিমানা হিসেবে দিয়েছে। আরও ৩১ কোটি টাকা জরিমানা হয়েছে, যা এখনো বকেয়া। এর পাশাপাশি আজকের জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ খবরগুলো একবার দেখে আসি—
প্রথম আলো
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে কাজে দেরি করে রাশিয়ার ঠিকাদার, জরিমানা গোনে বাংলাদেশ
রাশিয়ার ঠিকাদার কাজে দেরি করলেও বাংলাদেশকে ‘জরিমানা’ দিতে হয়, যা অঙ্গীকার ফি নামে পরিচিত। একে অযৌক্তিক বলছে সরকারই। ইতিমধ্যে ৭৮ কোটি টাকা জরিমানা দিয়েছে বাংলাদেশ। আরও ৩১ কোটি টাকা বকেয়া। ১৩ থেকে ১৫ মার্চ রাশিয়ার সঙ্গে বৈঠকে এই শর্ত নিয়ে আপত্তি জানাবে বাংলাদেশ।
রাজধানীর ধানমন্ডি লেকের ভেতরে রবীন্দ্রসরোবরের পাশে একটি খাবারের দোকান। নথিপত্রে নাম ‘ফুড ভ্যান’, থাকতে পারবে একসঙ্গে চারটি। তবে সেগুলো আসলে ভ্যান নয়, স্থায়ী কাঠামোতে তৈরি রেস্তোরাঁ।
প্রথম আলো
ধানমন্ডি লেক যেন ব্যবসাকেন্দ্র
রেস্তোরাঁর ইজারা দেওয়া হয়েছে ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক গোলাম রাব্বানি ওরফে হিরুকে। গত জুলাইয়ে তিনি ধানমন্ডি লেকে চারটি ‘ফুডভ্যান’সহ তিনটি রেস্তোরাঁ ইজারা পান। তাঁর কাছ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাজস্ব পেয়েছে ১ কোটি ২১ লাখ টাকা।
আরও পড়ুন >>> ঋণ করে যেন ঘি না খাই
প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুনঃযাচাই করা ফল প্রকাশ করা হয়েছে। বুধবার রাত সোয়া ১০টার পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়।
যুগান্তর
প্রাথমিকের সংশোধিত ফল ২৯ ঘণ্টা পর
সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে ফল প্রকাশের পর বাতিল নিয়ে। বিষয়টিকে ‘দায়িত্বজ্ঞানহীন’ কাণ্ড এবং শিশুদের প্রতি ‘অবিচার’ বলে আখ্যায়িত করেছেন সমালোচকরা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরোনো ৩ মেগা প্রকল্পসহ একটি বড় কাজের অনিয়ম-দুর্নীতির তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
যুগান্তর
পুরোনো ৩ মেগা প্রকল্পের দুর্নীতি তদন্তে দুদক
প্রকল্পগুলো ২০১২-১৩ অর্থবছরে বাস্তবায়ন করা হয়েছিল। এগুলো হচ্ছে শাহজালালের ড্যানিশ, ভিভিআইপি কমপ্লেক্স ও রানওয়ে প্রকল্প। এছাড়া সিভিল এভিয়েশনের ম্যানেজার ভবনের সামনের খালি জায়গা কার্পেটিং-সংক্রান্ত একটি কাজ রয়েছে এই তালিকায়।
আইন অনুযায়ী ব্যাংক পরিচালনায় যেকোনো সিদ্ধান্ত নেয়ার কথা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের। পরিচালনা পর্ষদ কেবল ব্যাংকের নীতি প্রণয়ন ও বাস্তবায়নে ভূমিকা রাখার কথা। যদিও দেশের ব্যাংক খাতে আইনের এ ধারার প্রয়োগ দেখা যাচ্ছে কম।
বণিক বার্তা
ব্যাংকাররাই ব্যাংক চালাচ্ছেন কি?
দেশের বেশির ভাগ ব্যাংকে পরিচালকরাই হয়ে উঠেছেন সর্বেসর্বা। ব্যাংকাররা কেবল প্রভাবশালী পরিচালকদের নির্দেশনার বাস্তবায়ন ঘটাচ্ছেন। প্রধান কার্যালয় গুলশানে এমন একটি প্রথম প্রজন্মের ব্যাংকের নেতৃস্থানীয় একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ব্যাংকটির ঋণ বিতরণ, ঋণপত্র (এলসি) খোলা, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, কেনাকাটা থেকে শুরু করে নীতিনির্ধারণী সব দায়িত্বই প্রভাবশালী পরিচালকরা পালন করছেন। শীর্ষ নির্বাহীসহ ব্যাংকের সব কর্মকর্তার দায়িত্ব হচ্ছে আমানত সংগ্রহ করা। শাখাগুলোকে আমানত সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করে দেয়া হলেও ঋণ বিতরণের কোনো নির্দেশনা নেই।
আইন অনুযায়ী ন্যূনতম তিনটি অনুষদ ও ছয়টি বিভাগ নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারে বেসরকারি বিশ্ববিদ্যালয়। আইনে থাকলেও তা বাস্তবায়ন না করেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশের ১৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। শর্ত পূরণ না করেই পাঠদান শুরু করা এই বিশ্ববিদ্যালয়গুলোর পড়াশোনার মান ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।
কালের কণ্ঠ
অনুষদ-বিভাগ ঘাটতি নিয়েই চলছে পাঠদান
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ৪৮তম প্রতিবেদনে অনুষদ ও বিভাগের ঘাটতি নিয়ে এই বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদানের কথা উল্লেখ করা হয়েছে। ১৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুটি বিশ্ববিদ্যালয়ে অনুষদ ও বিভাগে ঘাটতি রয়েছে। বাকি ১৭টি বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম ছয়টি বিভাগ নেই।
আরও পড়ুন >>> মোটরসাইকেল কেন এত জনপ্রিয়?
দেশেই উৎপাদন, দেশেই সংযোজন। দাম কম থাকায় মোটরসাইকেল হয়ে উঠেছে সহজলভ্য। সাধারণ মানুষ এই দ্বিচক্রযান কিনছে বেশ। এর মাধ্যমে হচ্ছে কর্মসংস্থান।
সমকাল
মোটরসাইকেল নিয়ে মুশকিলে সরকার
মোটরসাইকেলের সংখ্যা বাড়তে থাকায় ঘন ঘন ঘটছে দুর্ঘটনা; বাড়ছে প্রাণহানি। এর মাঝেই মোটরসাইকেল নিয়ন্ত্রণে নীতিমালার খসড়া তৈরি করেছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। একদিকে মোটরসাইকেলের বাজার, অন্যদিকে নিয়ন্ত্রণ– এ নিয়ে সরকারের ‘শাঁখের করাত’ পরিস্থিতি।
এছাড়া বিপদ আসতে পারে, সবাইকে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী; নির্ধারিত সময়ে ১০৭৮ বাঁধের কোনোটির কাজ শেষ হয়নি; লিজ ফাঁদে ‘ডানাভাঙা’ বিমান; প্রাথমিকে ৮০ ভাগ শিক্ষক এখনো প্রশিক্ষণের বাইরে; সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।
