কালশীতে আবাসিক ভবনে আগুন

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

০৭ মার্চ ২০২৩, ০৬:০১ এএম


কালশীতে আবাসিক ভবনে আগুন

রাজধানীর কালশীতে ১২তলা একটি আবাসিক ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (৬ মার্চ) দিনগত রাত ১টার দিকে আগুন লাগে। যা ১টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, আমাদের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের পর ধোঁয়া থেকে চারজন জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান তিনি। তবে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।

জেডএস

Link copied