বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ১২ জনকে জীবিত উদ্ধার

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৭ মার্চ ২০২৩, ০৭:৪৬ পিএম


বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ১২ জনকে জীবিত উদ্ধার

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন থেকে এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এছাড়া ভবনটি থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে ভবনটি থেকে মোট ২২ জনকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।

ভবনটিতে এখনও উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। 

রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে ভবনে বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছে। এছাড়া শতাধিক আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এমএসি/জেডএস

টাইমলাইন

Link copied