বিস্ফোরণে গুলিস্তান ব্র্যাক ব্যাংক শাখার ৮ কর্মী আহত

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ মার্চ ২০২৩, ০৩:২৪ এএম


বিস্ফোরণে গুলিস্তান ব্র্যাক ব্যাংক শাখার ৮ কর্মী আহত

গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় ব্র্যাক ব্যাংক গুলিস্তান শাখার আট কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ মার্চ) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন।

তিনি বলেন, বিকট শব্দের সঙ্গে বিস্ফোরণের কারণে জানালার কাঁচ ভেঙে কর্মীরা আহত হয়েছেন। তবে গুরুতরভাবে কেউ আহত হননি।

তিনি আরও বলেন, হয়তো সেখানে আর শাখাটা রাখা যাবে না। গুলিস্তান শাখাটি স্থানান্তর করতে হতে পারে।

প্রসঙ্গত, গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ঢাকা পোস্টের প্রতিবেদক এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্ফোরণে নিহতরা হলেন- মো. সুমন (২১), ইসহাক মৃধা (৩৫), মুনসুর হোসেন (৪০), মো. ইসমাইল (৪২), আল আমিন (২৩), রাহাত (১৮), মমিনুল ইসলাম (৩৮), নদী বেগম (৩৬), মাঈন উদ্দিন (৫০), নাজমুল হোসেন (২৫), ওবায়দুল হাসান বাবুল (৫৫), আবু জাফর সিদ্দিক (৩৪), আকুতি বেগম (৭০), মো. ইদ্রিস (৬০), নুরুল ইসলাম ভূইয়া (৫৫), হৃদয় (২০), সম্রাট ও সিয়াম (১৮)।

এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউ ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এআর/এসআই/

টাইমলাইন

Link copied