ডাচ-বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া কিছু টাকা উদ্ধার
রাজধানীর উত্তরা থেকে প্রকাশ্যে ছিনতাই হওয়া ডাচ-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকার কিছু অংশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর খিলক্ষেতে অভিযান চালিয়ে কিছু টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন।
তিনি বলেন, তুরাগ এলাকায় থেকে ডাচ-বাংলার টাকা ছিনতাই হওয়া টাকার একটা অংশ ডিবি পুলিশের সদস্যরা উদ্ধার করেছে। খিলক্ষেত এলাকায় টাকা উদ্ধারে এখনো অভিযান চলছে।
আরও পড়ুন : উত্তরায় গাড়ি থেকে ডাচ-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাই
তবে কত টাকা উদ্ধার হয়েছে তা এখনই জানাতে পারেননি এ কর্মকর্তা। তিনি বলেন, এ বিষয়ে অভিযান শেষে ডিবির পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।
নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, ছিনতাই হওয়ার টাকার বড় অংশ উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারী মোট ৪টি টাকার বক্স ৩টি রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে। অভিযানে একজনকে আটক করা হয়েছে।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য সোয়া ১১ কোটি টাকা নেওয়ার পথে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সশস্ত্র একটি চক্র গাড়িটি থামিয়ে টাকা ছিনতাই করে নিয়ে যায়।
এমএসি/এসএম