উল্টো পথে আসা বাসের ধাক্কায় প্রাণ গেল শিক্ষিকার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় উল্টো পথে আসা একটি বাসের ধাক্কায় সাকিয়াতুল কাউছার (৪৮) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে থানার ক্যান্টনমেন্ট পাবলিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয়রা অভিযুক্ত বাসচালক মো. রাজিবকে (২৬) আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহত সাকিয়াতুল কাউছার হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার গ্রামের বাড়ি কক্সবাজার কুতুবদিয়াত কৈয়ারবিল এলাকায়। তবে তিনি নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন চক্রসো আবাসিক এলাকায় থাকতেন।
অন্যদিকে গ্রেপ্তার বাসচালক রাজিব নোয়াখালীর কবিরহাট এলাকার নুরুল আমিনের ছেলে।
পুলিশ জানিয়েছে, সকালে বায়েজিদ বোস্তামী থানার ক্যান্টনমেন্ট পাবলিক মোড়ে সাকিয়াতুল কাউছার রাস্তা পার হচ্ছিলেনে। এ সময় অক্সিজেন মোড় থেকে ২ নম্বর গেটের দিকে উল্টো পথে আসা একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সকাল সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান ঢাকা পোস্টকে বলেন, স্কুলশিক্ষিকা নিহতের ঘটনায় মামলা হয়েছে। বাসটি আটক করা হয়েছে এবং অভিযুক্ত চালককে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমআর/এমজে