কামরাঙ্গীরচরে স্কুলছাত্রীর আত্মহত্যা

রাজধানীর কামরাঙ্গীরচর থানার নয়াগাঁও এলাকায় রুবিনা আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত রুবিনার বাবা শাহজাহান সিরাজ বলেন, আমার মেয়ের কামরাঙ্গীরচরের সূচনা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আমি অসুস্থ থাকায় এবং পারিবারিক কারণে আমার মেয়ে লেখাপড়ার পাশাপাশি মুদির দোকান চালায়। আজ সন্ধ্যার পরে বাসায় গিয়ে কাউকে কিছু না বলে গলায় ফাঁস দেয়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে জানিয়েছি।
এসএএ/এসকেডি