সবুজবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত রাজমিস্ত্রির মৃত্যু

সোহেলের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী ও স্বজনরা/ ছবি : ঢাকা পোস্ট
রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকায় নির্মাণাধীন ১০ তলা ভবনের তৃতীয় তলা থেকে পড়ে আহত রাজমিস্ত্রি মো. সোহেল (২৭) মারা গেছেন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে মারা যান তিনি।
নিহত সোহেলের সহকর্মী জামিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় সোহেল ঢালাইয়ের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি আরও বলেন, আমরা যে ভবনটিতে কাজ করছিলাম সেটির মালিক যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম।
সোহেলের বাড়ি কুমিল্লা জেলার বাঞ্ছারামপুর থানা এলাকায়। তিনি খিলগাঁও নন্দীপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সবুজবাগ থানাকে জানিয়েছি।
এসএএ/এসকেডি