এবার ইফতার মাহফিল করবে না পুলিশ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ মার্চ ২০২৩, ১১:২৫ পিএম


এবার ইফতার মাহফিল করবে না পুলিশ

এবার রমজানে পুলিশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে না। আগামী ২৯ মার্চ পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) কনভেনশন হলে ইফতার মাহফিলের আয়োজন করেছিল পুলিশ। তবে সেটি অনিবার্য কারণে বাতিল করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. মনজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী ঘোষিত ইফতার মাহফিল না করে কৃচ্ছতা সাধনের নীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ পুলিশের ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিগত বছরগুলোতে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক নেতা, কূটনৈতিক, পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তারা, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব, সাংবাদিকসহ অন্যান্য পেশাজীবীরা উপস্থিত থাকতেন। এ বছর আর ইফতার মাহফিল করবে না পুলিশ।

জেইউ/ওএফ

Link copied