বনানীতে হঠাৎ অ্যাম্বুলেন্সে আগুন

রাজধানীর বনানী কবরস্থানের সামনের রাস্তায় হঠাৎ একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, বনানী কবরস্থানের সামনের রাস্তায় হঠাৎ একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই আগুনের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার সময় গাড়ি চালক বের হয়ে আসেন, আর ভেতরে কোনো রোগী ছিল না। তাই কেউ হতাহত হয়নি।
এমএসি/ওএফ