স্বাস্থ্যবিধি মানাতে মাস্ক দিচ্ছে পুলিশ

সারাদেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে আবারও তৎপরতা শুরু করেছে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২০ মার্চ) ডিএমপির মিডিয়া উইং থেকে জানানো হয়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশনায় ‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ এই স্লোগান সামনে রেখে কাজ করছে ডিএমপি। করোনা মোকাবিলায় জনগণকে সচেতন, উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করার পদক্ষেপ হিসেবে মাস্ক বিতরণ করছে ডিএমপি।
করোনা মোকাবিলায় ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশে সম্প্রতি রাজধানীর রাজারবাগ এলাকার জনসাধারণের মধ্যে চার হাজার মাস্ক বিতরণ করেন উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা। এসময় এডিসি (ফোর্স) মো. গোলাম সবুরসহ অন্যান্য অফিসাররা কার্যক্রমে অংশ নেন।
গত বৃহস্পতিবার (১৮ মার্চ) রাজারবাগে পুলিশ অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় তা রোধে মাঠে নামছে পুলিশ। আগামী ২১ মার্চ (রোববার) থেকে জনগণকে মাস্ক পরায় উদ্বুদ্ধ করতে সারাদেশে কাজ করবে আইন-শৃঙ্খলা বাহিনীটি। করোনা রোধে মাস্কের কোনো বিকল্প নেই। আমাদের সবার উচিত কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করা। যাতে আমরা ও আমাদের পরিবার করোনা থেকে মুক্ত থাকতে পারি।
এমএসি/জেডএস