সাবেক উপদেষ্টা রোকেয়া আফজালের মৃত্যুতে শোক

বিশিষ্ট ব্যবসায়ী,বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে সর্বস্তরের জনগণ।
বুধবার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার মৃত্যু হয়। আগামীকাল বৃহস্পতিবার তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হবে বলে জানা গেছে।
জীবনকালে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সাপোর্ট ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং নারী উদ্যোক্তা সমিতির সভাপতির দায়িত্বও পালন করেন রোকেয়া আফজাল। এছাড়া তিনি বাংলাদেশ ফেডারেশন অব উইমেন আন্ট্রাপ্রেনারসের সভাপতি এবং মিডাস ফাইন্যান্সিং লিমিটেডের চেয়ারপারসন ছিলেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) জেনারেল অ্যাসেম্বলির সদস্যও ছিলেন রোকেয়া আফজাল রহমান।
সালমান এফ রহমানের শোক
রোকেয়া আফজাল রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।
বুধবার (৫ এপ্রিল) এক শোক বার্তায় তিনি বলেন, নারীদের আত্মসম্মানবোধে উজ্জীবিত হয়ে আর্থ-সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিতকরণে সচেষ্ট ছিলেন রোকেয়া আফজাল রহমান। তার জীবন, আদর্শ এবং কর্ম নারী জাগরণে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমি তার বিদেহী রুহের মাগফিরাত কামনা করি। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সাপোর্ট ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, নারী উদ্যোক্তা সমিতির সভাপতি, বাংলাদেশ ফেডারেশন অব উইমেন আন্ট্রাপ্রেনার্সের সভাপতি, মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের চেয়ারপারসন ও ট্রান্সকম গ্রুপের আওতাধীন মিডিয়াওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারপারসন হিসেবে সফলভাবে দায়িত্বপালন তাকে চিরস্মরণীয় করে রাখবে।
টিআইবির শোক
রোকেয়া আফজাল রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বুধবার (৫ এপ্রিল) এক শোক বার্তায় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘রোকেয়া আফজাল রহমানের মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। দেশে সুশাসন নিশ্চিতে অনুঘটকের ভূমিকা পালনের লক্ষ্যে টিআইবির দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে তার সক্রিয় ও সাহসী অংশগ্রহণ অনুকরণীয়। তার সুচিন্তিত দিক-নির্দেশনা আমরা কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একজন কর্মনিষ্ঠ ও দেশপ্রেমিক মানুষ হিসেবে তিনি আমাদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।’
তিনি বলেন, ‘রোকিয়া আফজাল রহমান ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত দুই মেয়াদে টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। টিআইবির কার্যক্রমে তার ন্যায়নিষ্ঠ অবদানের জন্য আমরা তার প্রতি ঋণী। টিআইবির বোর্ড অব ট্রাস্টিজ, ম্যানেজমেন্ট এবং টিআইবির অনুপ্রেরণায় গঠিত সারাদেশের সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেনস গ্রুপ (এসিজি) ও টিআইবি সদস্যদের পক্ষ থেকে আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
আরএম/ওএফ/এমজে