হাতিরঝিল লেকে প্যাডেল বোট থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

Dhaka Post Desk

ঢামেক প্রতিবেদক

০৮ এপ্রিল ২০২৩, ০২:০২ এএম


হাতিরঝিল লেকে প্যাডেল বোট থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর হাতিরঝিল লেকে প্যাডেল বোট থেকে পড়ে এবাদত হোসেন (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত এবাদত হোসেনের স্ত্রীর বড় ভাই আতিয়ার হোসেন জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আজ অফিসের একটি অনুষ্ঠান ছিল মেরুল বাড্ডার একটি রেস্টুরেন্টে। পরে সেখান থেকে তারা কয়েকজন হাতিরঝিলে ঘুরতে আসেন। তারা কয়েকজন প্যাডেল বোট নিয়ে হাতিরঝিল লেকে যান। ওই প্যাডেল বোট থেকে অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তিনি মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকায় থাকতেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরের সরদারপাড়া গ্রামে। তিনি ওই এলাকার মো. ইলিয়াস উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস জানান, ইবাদত হোসেন নামে এক ব্যক্তি অফিস কলিগদের নিয়ে হাতিরঝিলে প্যাডেল বোটে ওঠেন। অসাবধানতাবশত তিনি প্যাডেল বোট থেকে পড়ে পানিতে ডুবে যান। পরে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা তার সুরতহাল প্রতিবেদন তৈরি করছি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এসএএ/এসএসএইচ/

Link copied