দিনে তীব্র গরম, রাতে মার্কেটে ভিড় জমাচ্ছেন ক্রেতারা

দিনের বেলায় তীব্র গরম। একইসঙ্গে রমজানের কারণে লোকজন প্রয়োজনীয় কাজ ছাড়া বাসার বাইরে বের হন না। আবার অনেককে দিনের বেলায় কর্মস্থলে যেতে হয়। এ কারণে বেশিরভাগই ইফতার শেষে বের হন ঈদ কেনাকাটায়। সেহরির আগ পর্যন্ত চলে কেনাকাটা। রাতভর ভিড় থাকে দোকানগুলোতে।
শুক্রবার (১৪ এপ্রিল) রাতে চট্টগ্রাম নগরের মার্কেট ও শপিং মল ঘুরে ক্রেতাদের চাপ দেখা গেছে। কেউ এসেছেন পরিবারকে সঙ্গে নিয়ে। আবার যাদের পরিবার চট্টগ্রামের বাইরে, তাদের পরিবারের কর্তা নিজেই এসে প্রিয়জনের জন্য বিভিন্ন পণ্য কিনছেন।
স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে রিয়াজুদ্দিন বাজারে কেনাকাটা করতে আসা মিনহাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, দিনের বেলা যা গরম পড়ছে, বের হওয়া মুশকিল। এজন্য রাতে বের হয়েছি। দিনের চেয়ে রাতে কেনাকাটা একটু স্বস্তিদায়ক।
রিয়াজউদ্দিন বাজারের রাজস্থান নামে একটি প্রতিষ্ঠানে বিক্রয়কর্মী মো. মাঈন উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, দুপুরের আগ পর্যন্ত তেমন কোনো ক্রেতা থাকে না। দুপুরের পর ইফতারের আগ পর্যন্ত একটু চাপ থাকে। তবে মূল চাপ শুরু হয় রাতে। সর্বোচ্চ চাপ থাকে রাত ১০টা থেকে সেহরির আগ পর্যন্ত।
এমআর/কেএ