বাফা-গুলশান বাড্ডা শাখার বৈশাখ বরণ অনুষ্ঠান

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

১৬ এপ্রিল ২০২৩, ০৮:১৭ এএম


বাফা-গুলশান বাড্ডা শাখার বৈশাখ বরণ অনুষ্ঠান

বৈশাখকে বরণ করে নিয়েছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বিদ্যাপীঠ বুলবুল ললিতকলা একাডেমীর গুলশান বাড্ডা শাখা।

‘এসো হে বৈশাখ’ গানটি সমবেত সুরে গেয়ে সূচনা হয় বৈশাখ বরণ অনুষ্ঠানের। এরপর একের পর এক একাডেমির ছাত্রছাত্রীরা গেয়ে শোনান বৈশাখের গান। অন্যরকম আভা ছড়ায় বৈশাখী গানের সঙ্গে সমবেত ও একক নৃত্য পরিবেশন। এভাবেই শিক্ষক-শিক্ষার্থীদের চমৎকার পরিবেশনার মধ্য দিয়েই বৈশাখকে বরণ করে নেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন শাখা প্রধান নাসির আহমেদ, পন্ডিত পংকজ বোস সহ আরও অনেকে।

dhakapost

অনুষ্ঠান প্রসঙ্গে গুলশান বাড্ডা শাখার অধ্যক্ষ তৌফিক অপু জানান, সাংস্কৃতিক পরিমণ্ডল একটি মানুষকে মেধা ও মননে বড় করে তোলে। তাই সাংস্কৃতিক চর্চা আরও বেশি করে হওয়া দরকার। বৈশাখ আমাদের পুরাতন ও জরাজীর্ণকে পেছনে ফেলে এগিয়ে যেতে শেখায়। সে ধারণাকে উজ্জীবিত রাখতেই আমাদের বৈশাখ বরণ আয়োজন। নতুন প্রজন্ম বৈশাখকে যেন আরও ভালোভাবে জানতে পারে সেজন্যই আমাদের এ প্রয়াস।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অর্ধবার্ষিকী পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

/এসএসএইচ/

Link copied