আন্তর্জাতিক সিভিল এভিয়েশন দিবস সোমবার

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল (সিভিল এভিয়েশন) দিবস সোমবার (৭ ডিসেম্বর)।
১৯৯৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নেওয়া এক সিদ্ধান্তে সদস্য দেশগুলোকে প্রতি বছরের ৭ ডিসেম্বর দিবসটি পালনে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
যদিও ১৯৯৪ সাল থেকেই আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) ৭ ডিসেম্বর দিবসটি পালন শুরু করে।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ক্রোড়পত্র প্রকাশ, ঢাকাসহ দেশের সব বিমানবন্দরে সচেতনতামূলক ব্যানার টানানোর কর্মসূচি নিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান বলেন, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন দিবস উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
সেমিনারে বেবিচক, বিমানবন্দরগুলোর প্রতিনিধি, এয়ারলাইনস সংশ্লিষ্টরাও উপস্থিত থাকবেন।
এআর/জেডএস