হাদির শাহাদাতে ইসলামী ছাত্র আন্দোলনের শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শাহাদাতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত ৯টা ৫০ মিনিটে তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, ভারতীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদবিরোধী একজন সাহসী, সংগ্রামী ও আপোষহীন চেতনার প্রতীক ছিলেন শরীফ ওসমান হাদি। তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় ও ইনসাফের পথে নিজের জীবন উৎসর্গ করেছেন। আধিপত্যবাদের বিরুদ্ধে আজাদী তথা মুক্তির যে লড়াইয়ের বার্তা তিনি দিয়ে গেছেন, সেই লড়াই প্রজন্ম থেকে প্রজন্মে চলতেই থাকবে। তার আদর্শ, ত্যাগ ও আত্মনিবেদন আমাদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে।
প্রসঙ্গত, শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার দুপুরে টার্গেট কিলিংয়ের শিকার হয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন। খুনি মিশন সম্পন্ন করে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়। শরীফ ওসমান হাদি ঢাকা মেডিকেল ও এভার কেয়ার হাসপাতালে দেশীয় চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর নিকট মরহুমের মাগফিরাত, শাহাদাতের মর্যাদা ও জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম কামনা করেন।
জেইউ/এআরবি