‘সমুদ্র হয়েছি তোমার প্রতীক্ষায়’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

লেখক ও গবেষক মনজুরুল হান্নান খানের নতুন কাব্যগ্রন্থ ‘সমুদ্র হয়েছি তোমার প্রতীক্ষায়’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কাব্যগ্রন্থটিতে ৭১টি কবিতা স্থান পেয়েছে। এতে প্রেম ভালোবাসার ছবি যেমন ফুটে উঠেছে, তেমনি বাস্তবতার ছাপও রয়েছে।
রোববার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে জাতীয় প্রেসক্লাবের জহুর আলী হলে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘সমুদ্র হয়েছি তোমার প্রতীক্ষায়’ কাব্যগ্রন্থের ওপর বক্তারা মন্তব্য তুলে ধরেন।
এতে প্রধান অতিথির বক্তব্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, অংক কষে কবিতার মূল্যায়ন করা যায় না। কবিতা বুঝতে ও বোঝাতে অনুভূতির দরকার হয়। কাব্যগ্রন্থের কবিতাগুলো পাঠ করে বুঝতে পেরেছি যে কবির একটা রসিক মন আছে। প্রেমিকার প্রতি কবির অনুভূতিগুলো ফুটে উঠেছে। কবিতার মূল আবেদন অনুভূতি ফুটিয়ে তোলার সেই জায়গায় কবি শতভাগ তার প্রমাণ দিয়েছেন।
গণমাধ্যম ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘অল্প সময় পেয়েছি কবিতার বইটি পড়তে। এতে দেখেছি যুবকের জন্যে রয়েছে উৎসাহ। সুন্দর মনের কথা বলা হয়েছে। তরুণদের জন্যে লেখা আছে।’ এ সময়ে তিনি কয়েকটি কবিতা পাঠ করে শোনান।
নিজের কাব্যগ্রন্থের ওপর আলোচনা করতে গিয়ে লেখক ও গবেষক মনজুরুল হান্নান খান বলেন, আজকের দিনটি আমার জন্য বিশেষ। আমি কয়েক বছর আগেও ভাবিনি যে এভাবে একটি কাব্যগ্রন্থ লিখব এবং তার প্রকাশনা উৎসব হবে।
তিনি বলেন, মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আমাকে কাজটি খুব সহজ করে দিয়েছে। কিছু কবিতা যখন লিখে ফেসবুকে পোস্ট করলাম। তখন অনেকেই অনেক বেশি উৎসাহ দিলেন। যখন কিছু কবিতার ওপর ইতিবাচক মন্তব্য পেলাম তখন আমার অনুপ্রেরণা আরও বেড়ে গেল। এরপর সত্যি সত্যিই একটা কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হলো। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মনজুরল হান্নান খানের কাব্যগ্রন্থ নিয়ে সাংবাদিক ও লেখক সৈয়দ ইশতিয়াক রেজা লিখেছেন, প্রথম কবিতার নাম সহজ উচ্চারণ। সহজ করেই লিখেছেন কবিতা, প্রেমের কবিতা। এক এক অধ্যায়ে টুকরো টুকরো কথা। সমাজের চারপাশটা ঘেঁটে গোটা বইটি সাজিয়েছেন তিনি। পড়তে পড়তে ভালোবাসার স্বাদ পাওয়া যায়, জীবনের হদিশ পাওয়া যায়। জীবন বদলে যায়, বদলে যাওয়া নদীর মতো তিনি হারিয়ে যাওয়া সময়কে খুঁজেছেন এখনকার নতুন জীবনে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিদ মজুমদার বাবু। ‘সমুদ্র হয়েছি তোমার প্রতীক্ষায়’ কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে রিদম প্রকাশনা সংস্থা। বইমেলায় ৫৫৭ ও ৫৫৮ নম্বর স্টলে পাওয়া যাবে কাব্যগ্রন্থটি।
একে/এসএসএইচ