সরকারি ওষুধ চুরির সময় চট্টগ্রাম মেডিকেলের কর্মচারী আটক

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল ২০২৩, ০৪:০৬ পিএম


সরকারি ওষুধ চুরির সময় চট্টগ্রাম মেডিকেলের কর্মচারী আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ওষুধ চুরির সময় রতন দত্ত (৫৮) নামে এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।

রতন দত্ত হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডের অফিস সহকারী হিসেবে কর্মরত। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বড়দা তালুকদার বাড়ির বেনীমাধব দত্তের ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক ঢাকা পোস্টকে বলেন, ৩৩ নম্বর ওয়ার্ড থেকে ওষুধ চুরি করে নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত রতনকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমআর/এনএফ

Link copied