রাত ১১টা থেকে সাত ঘণ্টা এড়িয়ে চলতে হবে বিমানবন্দর সড়ক

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

২৮ এপ্রিল ২০২৩, ০৫:৩৪ পিএম


রাত ১১টা থেকে সাত ঘণ্টা এড়িয়ে চলতে হবে বিমানবন্দর সড়ক

ফাইল ছবি

ঈদের ছুটি শেষে রাজধানীতে কর্মচাঞ্চল্য শুরু হয়েছে কয়েকদিন হলো। এরই মধ্যে চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে ঢাকা। শুক্রবার ছুটির দিন হওয়ায় অন্যসব দিনের চেয়ে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ তুলনামূলক কম দেখা যাচ্ছে। 

এদিকে আজ রাতে রাজধানীর খিলক্ষেত-বিমানবন্দর সড়ক হয়ে যারা উত্তরা-টঙ্গী বা গাজীপুরেরে দিকে যাওয়ার চিন্তা করছেন তাদের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে হবে। কেননা, বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গত বুধবার বিজ্ঞপ্তির মাধ্যমে আজ রাত ১১টা থেকে সাত ঘণ্টা (পরদিন সকাল ৬টা পর্যন্ত) ওই সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত ১১টা থেকে পরদিন শনিবার (২৯ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে। উড়াল সড়কের নির্মাণ কাজের জন্য ওই ৭ ঘণ্টা সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে।

এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

তবে বিদেশগামী যাত্রীরা তাদের ফ্লাইটের সময় অনুযায়ী চলাচল করতে পারবেন বলে বেবিচক সূত্রে জানা গেছে।

এসএম

Link copied