এসএসসির প্রশ্নফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে আটক ১

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও গুজব ছড়ানোর অভিযোগে হিমেল মুস্তাকিম নামে এক যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (১ মে) রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের একটি টিম তাকে আটক করে। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আটকের সময় তার কাছে থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, সম্প্রতি হিমেল মুস্তাকিম নামের এই প্রতারক ফেসবুকে এসএসসি ব্যাচ ২০২৩ নামে একটি ফেসবুক গ্রুপে পোস্ট দেয় যে তার কাছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে।
পোস্টে সে আরও বলে, এসএসসি ২০২৩ এর বাংলা প্রথম পত্রের শতভাগ কমন প্রশ্ন লাগলে দ্রুত যোগাযোগ করুন। প্রশ্ন পাওয়ার সময়কাল পরীক্ষার দিন ভোর ৪টা থেকে ৬টার মধ্যে।
পরে হিমেল তার ‘প্রশ্ন /Question All board’ নামের ফেসবুক পেজে বেশ কিছু এসএসসি পরীক্ষার্থীকে যুক্ত করে। এরপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন দেওয়ার জন্য গ্রুপে অ্যাড হতে প্রতি জনের কাছ থেকে ১ হাজার ৫৫০ টাকা করে নেয়। পুরো বিষয়টি সিআইডির সাইবার মনিটরিং টিমের নজরে এলে প্রতারককে শনাক্ত করে আজ ঢাকার গুলশান এলাকা থেকে আটক করা হয়।
জানতে চাইলে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিটের বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে পরীক্ষা পদ্ধতি ও প্রশ্ন বণ্টনের যে প্রক্রিয়া সে অনুযায়ী এখন আর কোনোভাবেই প্রশ্নফাঁস করা সম্ভব না। বিসিএসসহ যেকোনো পাবলিক পরীক্ষায় অনলাইনে বিশেষ করে ফেসবুকে প্রশ্নফাঁসের কথা বলে মানুষকে বিভ্রান্ত ও বিব্রত করা হয়। এজন্য আমরা খুব সতর্ক ছিলাম, এ ধরনের গুজব এলে যেন ব্যবস্থা নিতে পারি। এরই মধ্যে আমরা ফেসবুকে চার-পাঁচটি গ্রুপ পেলাম যেখানে প্রশ্ন ফাঁসের বিষয়ে গুজব রটিয়ে পোস্ট করা হচ্ছে। পরে আমাদের টিমের লোকজন পরীক্ষার্থী ও অভিভাবক সেজে তার সঙ্গে যোগাযোগ করে। এভাবে তার অবস্থান ও পরিচয় শনাক্ত হওয়ার পর তাকে আজ বিকেলে গুলশান থেকে আটক করা হয়।
তিনি বলেন, আটক মুস্তাকিমের বাড়ি নোয়াখালী। সে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করে। তবে সে অনলাইন প্রতারণায় খুবই দক্ষ। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএসি/এসএসএইচ/