বুধবার পোর্ট সুদানে পৌঁছাবে ৬৫০ বাংলাদেশি

সুদান থেকে বাংলাদেশিদের দেশে প্রত্যাবর্তনের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (২ মে) ৬৫০ জন বাংলাদেশিকে নিয়ে ১৩টি বাস সুদানের খার্তুম থেকে পোর্ট সুদানের দিকে রওনা করেছে। বুধবার এসব বাংলাদেশি পোর্ট সুদানে পৌঁছাবে।
সুদান থেকে বাংলাদেশিদের প্রত্যাবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ কর্মকর্তা জানান, খার্তুম থেকে ৬৫০জন বাংলাদেশিকে ১৩টি বাসে করে পোর্ট সুদানের দিকে যাত্রা করেছে। তারা বুধবার পোর্ট সুদানে পৌঁছাবে। পোর্ট সুদানে পৌঁছানোর পর সেখান থেকে তাদের জাহাজে করে জেদ্দায় নেওয়া হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহা-পরিচালক তারিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সুদান থেকে বাংলাদেশিদের ফেরানোর কাজ শুরু হয়ে গেছে। খার্তুম থেকে বাংলাদেশিদের পোর্ট সুদানের দিকে নেওয়া হচ্ছে। সেখানে পৌঁছানোর পর বাংলাদেশিদের জেদ্দা নেওয়া হবে। জেদ্দা থেকে তাদের দেশে ফেরাতে বিমান প্রস্তুত করা হয়েছে। আমরা আশা করছি, আগামী সপ্তাহে বাংলাদেশিরা দেশে ফিরতে শুরু করবে। এখন যারা দেশে ফেরার জন্য তালিকাভূক্ত হয়েছেন তাদের ছাড়াও আরও যেসব বাংলাদেশি সুদানে আছেন, তাদের ফেরানোর জন্যও দূতাবাস কাজ করছে।
খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তারেক আহমেদের দেওয়া তথ্য বলছে, সুদানে বর্তমানে প্রায় দেড় হাজার বাংলাদেশি রয়েছেন।
সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর লড়াইয়ের শুরুর দিকে গত ১৫ এপ্রিল দেশটির রাজধানী খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাড়ি হামলার শিকার হয়। এরপর গত ২২ এপ্রিল সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর লড়াইয়ের সময় বাংলাদেশ দূতাবাসের জানালা ও দেয়াল ভেদ করে ঢুকে পড়ে মেশিনগানের গুলি।
সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর লড়াইয়ের এখন পর্যন্ত পাঁচ শতাধিক লোক প্রাণ হারানোর কথা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম।
এনআই/এফকে