রমনায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

রাজধানীর রমনা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন- মো. হারুন, মো. আলাল হোসেন, মো. জয়নাল হাওলাদার, মো. আনিছ, মো. আলম ও মো. রিপন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রমনা মডেল থানার দ্য গ্র্যান্ড প্লাজা শপিং মলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
গোয়েন্দা-মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারি পুলিশ কমিশনার এস. এম. হাসান সিদ্দিকী জানান, কতিপয় দুষ্কতকারী রমনা মডেল থানার দ্য গ্র্যান্ড প্লাজা শপিং মলের সামনে পাকা রাস্তার উপর পিকআপযোগে অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছিল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাত দলের অবস্থান ও ডাকাতির প্রস্তুতির তথ্য জানতে পেরে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি চাকু, ১টি চাপাতি, ২টি লোহার রড ও ডাকাতিতে ব্যবহৃত ১টি পিকআপ উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/এনএফ