বাংলামোটরে অজ্ঞান পার্টির খপ্পরে বিক্রয় প্রতিনিধি

রাজধানীর বাংলা মোটর এলাকায় তানজিল পরিবহনের একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. ফখরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি। তিনি পিপলস সিরামিকে বিক্রিয় প্রতিনিধি হিসেবে চাকরি করেন।
বৃহস্পতিবার (৪ মে) দুপুর ২টার দিকে তার সহকর্মীরা সচেতন অবস্থায় ফখরুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মেডিসিন বিভাগে ভর্তি দেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. কাউছার আহমেদ জানান, এক পথচারীর ফোন পেয়ে বাংলামোটর মোড় থেকে তাকে আমরা উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।
তিনি আরও জানান, ফখরুল ইসলাম পিপলস সিরামিকের বাংলামোটর শাখায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। আজ সকালের দিকে তিনি অফিসের কাজে মিরপুরে যান। মিরপুরে কাজ শেষে তানজিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে বাংলামোটর ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। অজ্ঞান পার্টির সদস্যরা ব্লেড দিয়ে তার ডান পকেট কেটে টাকা নিয়ে গেছে। তবে কত টাকা নিয়ে গেছে সেটা এখনও জানা যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ওই ব্যক্তি ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
এসএএ/এসকেডি