৬৮টি স্থানে অপরাধে সক্রিয় ৪১১ হিজড়া

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
রাজধানীতে হিজড়াদের চাঁদাবাজির অভিযোগ শোনা যায় প্রায়ই। রাস্তার সিগনাল, যানবাহন, বাসাবাড়ি, দোকানপাটসহ আবাসিক এলাকায় হিজড়াদের চাঁদাবাজি বন্ধে উদ্যোগ নিয়েছে পুলিশ। হিজড়াদের পুনর্বাসনে সুপারিশও করা হয়েছে।
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
রাজধানীর ৬৮টি স্থানে অপরাধে সক্রিয় ৪১১ হিজড়া
সম্প্রতি পুলিশ সদর দপ্তরে পাঠানো ডিএমপির প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করে বলা হয়, হিজড়াদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে সম্প্রতি পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁদের পুনর্বাসিত করতে প্রতিবেদনে কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন >>> নারী মরে গেলেও কেন কুৎসা থামে না?
শিশুর জন্মের পর মায়ের বুকের দুধ তার জন্য প্রধান খাদ্য। ছয় মাস বয়স হওয়ার পর শিশুকে বাড়িতে তৈরি সুষম, পুষ্টিকর খাওয়ার দেওয়ার কথা বলেন পুষ্টিবিদ ও শিশুবিশেষজ্ঞরা। কিন্তু বাস্তবতা ভিন্ন।
প্রথম আলো
চিপস, কৃত্রিম পানীয়ের মতো অস্বাস্থ্যকর খাবার খায় ৫০% শিশু
বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ ২০২২–এ দেখা যাচ্ছে, ৬ থেকে ২৩ মাস বয়সী দেশের প্রায় ৫০ শতাংশ শিশু কোমল পানীয়, অতিরিক্ত লবণ ও চিনিসমৃদ্ধ প্রক্রিয়াজাত খাবার খাচ্ছে।
গাজীপুরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা এবং তার মা ও এক বোনকে আহত করে পালিয়ে গেছে মসজিদের ইমাম। সোমবার রাতে গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় এ ঘটনা ঘটে।
যুগান্তর
গাজীপুরে ছাত্রীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা
সাইদুল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাবেয়া আক্তারের বাড়িতে যান। এরপর রাবেয়ার কক্ষে ঢুকে ছুরি দিয়ে রাবেয়ার মাথায়, গলায়, হাতে, পায়ে কোপাতে থাকেন। রাবেয়ার চিৎকারে তার মা, ছোট বোন হাবিবা ও খাদিজা দৌড়ে এলে তাদেরও কোপাতে থাকেন সাইদুল।
চট্টগ্রামে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে কিশোর গ্যাং। চুরি, ছিনতাই, ডাকাতি, অস্ত্রবাজি, এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা থেকে শুরু করে প্রায় সব অপরাধে জড়িয়ে পড়েছে কিশোররা। তাদের ব্যবহার করে ফায়দা লুটছে ‘গডফাদাররা’।
যুগান্তর
চট্টগ্রামে অপ্রতিরোধ্য কিশোর গ্যাং
কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে অনেকেই রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। দিন যত যাচ্ছে ততই ভয়ংকর উঠছে কিশোর গ্যাং।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার, জালজালিয়াতি ও প্রতারণার মাধ্যমে তারা ৩৪ কোটি ৭২ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে এজাহারে বলা হয়েছে।
বণিক বার্তা
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক এমডির বিরুদ্ধে দুদকের মামলা
মামলার এজাহারে বলা হয়েছে, প্রতারণা, জালজালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নামে তিনটি ব্যাংকে ১৫টি হিসাব খোলেন হেমায়েত উল্ল্যাহ। নিজেকে নমিনি দেখিয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির তিনটি ব্যাংক হিসাব থেকে ৩৪ কোটি ৭২ লাখ টাকা ক্লিয়ারিংয়ের মাধ্যমে ওইসব ব্যাংক হিসাবে জমা করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি স্থাপনে নতুনভাবে মাত্র ৬৯৩ কোটি টাকার ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল (ডিপিপি) জমা দেওয়া হচ্ছে। অথচ এ বিশ্ববিদ্যালয়ের আগের উপাচার্যের সময়ে ২০২১ সালের জুন মাসে ১০ হাজার ৪৫১ কোটি টাকার ডিপিপি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) জমা দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
দেশ রূপান্তর
১০ হাজার কোটির বিশ্ববিদ্যালয় এখন ৬৯৩ কোটিতে
ইউজিসি সেই ডিপিপি পর্যালোচনা করে প্রথম পর্যায়ে অ্যাকাডেমিক প্ল্যান অনুযায়ী জরুরি ভৌত কাঠামো, আসবাবপত্র এবং জরুরি কিছু ইকুইপমেন্ট নিয়ে নতুন করে ডিপিপি প্রণয়নের অনুরোধ করেন। কিন্তু তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিপিপি সামান্য পরিবর্তন করে মাত্র ৪০০ কোটি টাকা কমিয়ে ১০ হাজার ১০০ কোটি টাকা প্রস্তাব করেন।
আরও পড়ুন >>> দুর্নীতি বনাম আইএমএফের ঋণ
মাত্র ২৩ কোটি টাকার জামানতের বিপরীতে ৭৬৫ কোটি টাকা ঋণ দিয়েছে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)। তার মধ্যেও সিংহভাগই দেওয়া হয়েছে প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়া।
প্রতিদিনের বাংলাদেশ
সাগরপাড়ের রুবিতে মজেছে ইউসিবি
একাধিকবার ঋণ অনুমোদনের আগেই করা হয়েছে ঋণ বিতরণ। খেলাপি গ্রাহক হলেও ঋণ সুবিধা অব্যাহত রাখতে তাকে খেলাপি দেখানো হয়নি। উল্টো নতুন করে ঋণ দেওয়া হয়েছে।
এছাড়া অনুমোদনের আড়াই গুণ খরচ করেও প্রধান কার্যালয় দাঁড় করাতে পারেনি ন্যাশনাল ব্যাংক; সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।