সুদান থেকে দেশে ফিরেছেন আরও ২৩৯ বাংলাদেশি

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১২ মে ২০২৩, ১১:২৭ এএম


সুদান থেকে দেশে ফিরেছেন আরও ২৩৯ বাংলাদেশি

যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরেছেন আরও ২৩৯ বাংলাদেশি। শুক্রবার সকা‌লে দে‌শে ফে‌রেন এসব বাংলা‌দে‌শিরা।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে তা‌দের স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

গত সোমবার যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফে‌রেন ১৩৬ বাংলাদেশি। দ্বিতীয় দফায় গতকাল বৃহস্প‌তিবার দে‌শে ফে‌রেন আরও ৫২ জন। এরা সবাই বিমান বাংলাদেশের ফ্লাইটে দেশে ফেরেন।

গত ৩ মে সুদানের রাজধানী খার্তুম থেকে ৬৮০ বাংলাদেশিকে নিরাপদে পোর্ট সুদানে নেওয়া হয়। দুই দফায় মোট ১৩টি বা‌সে ক‌রে তাদের সেখানে নেওয়া হয়।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস বল‌ছে, সুদানে প্রায় এক হাজার পাঁচশ বাংলাদেশি নাগরিক বসবাস করছেন। এদের মধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন, পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে।

সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর লড়াইয়ের শুরুর দিকে গত ১৫ এপ্রিল দেশটির রাজধানী খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসা আক্রান্ত হয়। রাষ্ট্রদূতের বাসার দেওয়াল ও জানালা ভেদ করে ঢুকে পড়ে মেশিনগানের গুলি। এরপর গত ২২ এপ্রিল সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর লড়াইয়ের সময় বাংলাদেশ দূতাবাসের জানালা ও দেওয়াল ভেদ করে মেশিনগানের গুলি ঢুকে পড়ে।

এনআই/এমজে

Link copied