অসম প্রেমের গল্প নিয়ে তানভীর আলাদিনের উপন্যাস হৃদি’ফু

করোনাকালের কষ্টমাখা অসম প্রেমের গল্প নিয়ে লেখা সাংবাদিক ও কথাসাহিত্যিক তানভীর আলাদিনের নতুন উপন্যাস হৃদি’ফু মেলায় এসেছে। সাহিত্যদেশ থেকে প্রকাশিত উপন্যাসটির গল্পে বাঁক বদলের বৈচিত্র্য আর ভিন্ন স্বাদ পাঠক মনকে দোলা দেবে বলেই লেখকের বিশ্বাস।
লেখক তানভীর আলাদিন জানান, হৃদি’ফুকে নিয়ে তিনি এগিয়েছেন করোনাকালের কষ্টমাখা এক অসম প্রেম জুটির দুই সময়ের প্রথাভাঙার কাহিনি নিয়ে। সেখানে নিয়তির শৃঙ্খলিত সময়ের গানে একটা সময় যাদেরকে নিষিদ্ধের মুখরাটাই শুধু শুনিয়েছিল, আবার নতুন সময়ে এসে তাদেরই বিশুদ্ধতার অন্তরাটুকুও শোনায়। তবুও অন্ত্যমিলের মালাগাঁথার সুতোটা প্রশ্নবোধকের সামনেই বারবার দাঁড়াতে চায়। হৃদি’ফু সেই সময়েরই কাঠপুতুল, নিয়তির সময়ের সুতো নাচানোর বাঁকে বাঁকে মফস্বল থেকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে ঘুরিয়ে তিনি নিয়ে এলেন অমর একুশের বইমেলায়।
প্রবীর চক্রবর্ত্তীর প্রচ্ছদে তানভীর আলাদিনের সময়ের প্রথাভাঙার কাঁহনের হৃদি’ফু উপন্যাসটি পাঠক কীভাবে নেবেন সেটিও সময় ঠিক করে দেবে।
নতুন এই উপন্যাসটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায় সাহিত্যদেশে, স্টল নম্বর-৭৩ ও ৭৪ (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেইট সংলগ্ন)। এছাড়া রকমারি ডটকম ও কানামাছি’তে অর্ডার করে বইটি পাওয়া যাবে।
এসএসএইচ
