২২ আসামিকে বান্দরবান থেকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর 

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৮ মে ২০২৩, ০৫:৫৯ পিএম


২২ আসামিকে বান্দরবান থেকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর 

ছবি : সংগৃহীত

বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম কারাগারের স্থানান্তর করা হয়েছে ২২ আসামিকে। বৃহস্পতিবার (১৮ মে) আড়াইটার দিকে তারা চট্টগ্রাম কারাগারে পৌঁছান।

আসামিদের মধ্যে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১৮ জন এবং নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৪ আসামি রয়েছেন। নিরাপত্তাজনিত কারণে তাদেরকে স্থানান্তর করা হয়েছে বলা জানা গেছে।

চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন ঢাকা পোস্টকে বলেন, ২২ আসামিকে বান্দরবান থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের স্থানান্তর করা হয়।

এমআর/এসকেডি

Link copied