আম এসেছে বাজারে, দাম আসেনি নাগালে 

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৯ মে ২০২৩, ০৩:৪৮ পিএম


আম এসেছে বাজারে, দাম আসেনি নাগালে 

জ্যৈষ্ঠ মাসকে বলা হয় মধুমাস। বাংলা মাসের এই সময়টা রসালো ফলের সময় বলেই এ নাম পেয়েছে জ্যৈষ্ঠ। আর এ মধুমাসের অন্যতম আকর্ষণ ফলের রাজা আম।  

ইতোমধ্যেই রাজধানীর বাজারে এসেছে নানা জাতের আম। তবে এখনও জমে ওঠেনি বাজার। বিক্রেতারা বলছেন, দাম কিছুটা বেশি থাকায় এবং মৌসুমের কয়েকটি আম এখনও না আসায় ক্রেতার পরিমাণ কম।

আজ (শুক্রবার) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন জাতের আমের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। তার মধ্যে রয়েছে হিমসাগর, কাটিমন, ল্যাংড়া, গোপালভোগ ইত্যাদি। হিমসাগর কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। ল্যাংড়া প্রতি কেজি ৮০ টাকা, কাটিমন ১০০ টাকা ও গোপালভোগ ৯০ টাকায়।

বিক্রেতাদের ভাষ্যমতে,হিমসাগর আমের চাহিদা তূলনামূলক বেশি। যদিও ক্রেতার পরিমাণ আশানুরূপ নয়।

কথা হয় বিক্রেতা মিঠুর সাথে। তিনি বলেন, বাজারে হিমসাগর, ল্যাংড়া, কাটিমন, গোপালভোগ আমগুলো এসেছে। এর মধ্যে হিমসাগরের চাহিদাটাই বেশি। তবে এখন পর্যন্ত ক্রেতার পরিমাণ বেশ কম। বাজার পুরোপুরি জমেনি।  

আরও পড়ুন : ফজলি আম কেজিপ্রতি ৫, ক্ষীরশাপাত-বোম্বাই ৩ টাকা!

আরেক বিক্রেতা আতিকুর রহমান বলেন, হিমসাগর এখন মোটামুটি বিক্রি হচ্ছে। তবে ক্রেতা নেই। দাম শুনলেই চলে যাচ্ছে।

বিক্রেতারা জানাচ্ছেন, চাহিদা ও সরবরাহ বেড়ে গেলে আমের দাম কমে যাবে। এছাড়া রাজশাহী থেকে আম আসা শুরু করলে বাজার চাঙ্গা হয়ে উঠবে।

আম বিক্রেতা মহসীন বলেন, মূলত এখন সিজন শুরু,তাই আমের দামটা বেশি। মানুষের অর্থনৈতিক অবস্থা আগের মতো নেই, তাই হিসাব করে কেনাকাটা করছে। ১০-১৫ দিনের মধ্যেই আমের দাম কমে যাবে।

তিনি আরও বলেন, রাজশাহী থেকে এখনও আম আসা শুরু হয়নি। আর কিছুদিন পরই রুপালী, খিরসাপাতি, বারী, মোহনভোগ, ফজলি আমগুলো বাজারে এলেই ক্রেতা সমাগম বাড়বে,পাশাপাশি আমের দামও কমে যাবে।

কথা হয় আম কিনতে আসা তৌহিদ রহমানের সাথে। তিনি বলেন, বাজারে তো এখনও আম আসেইনি। আর যেগুলা আছে সেগুলোর দামও বেশি। এক কেজি হিমসাগর কিনলাম ৯০ টাকা দিয়ে,অথচ গতবছর একই আম ৫০ থেকে ৬০ টাকা করে কিনেছি।

আরেক ক্রেতা ইয়াসমিন আক্তার বলেন, আম কিনতে এসে দেখি ৯০-১০০ টাকার নিচে কোনো আম নেই। এতো দাম দিয়ে আম কিনে খেলে পোষাবে কিভাবে। আশা করছি সামনে দাম কমবে, তখন ভালোভাবে কিনে খাবো।

ওএফএ/এনএফ

Link copied