প্রধান বিচারপতির সঙ্গে মানবাধিকার কমিশন চেয়ারম্যানের সাক্ষাৎ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ মে ২০২৩, ০৫:৫৮ পিএম


প্রধান বিচারপতির সঙ্গে মানবাধিকার কমিশন চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

সোমবার (২১ মে) দুপুর দেড়টায় কমিশন চেয়ারম্যানের নেতৃত্বে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে একটি প্রতিনিধি দল।

এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক(মিডিয়া) ফারহানা সাঈদ। তিনি জানান, কমিশনের বিভিন্ন চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান বিচারপতিকে অবহিত করেছেন কমিশন চেয়ারম্যান। পাশাপাশি মানবাধিকার কমিশনের অভিযোগ ব্যবস্থাপনা, বেঞ্চ পরিচালনা ও অভিযোগ নিস্পত্তির প্রক্রিয়ার বিষয়ে আলোচনা করেছেন। 

কমিশনের কার্যক্রমের ব্যাপারে সন্তুষ্টি জানান প্রধান বিচারপতি। এছাড়া মানবাধিকার সুরক্ষায় কমিশনকে তার কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। 

এসময় কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা, অবৈতনিক সদস্য আমিনুল ইসলাম, অ্যাডভোকেট কাওসার আহমেদ, সচিব নারায়ণ চন্দ্র সরকার, পরিচালক (অভিযোগ ও তদন্ত) আশরাফুল আলম, পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক উপস্থিত ছিলেন।

জেইউ/কেএ

Link copied