ঝুঁকিতে দেশের অর্ধেক রেললাইন

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
সাধারণত জুন থেকে ডেঙ্গুর মৌসুম। কারণ, এই সময়ে বর্ষাকাল শুরু। তখন বৃষ্টির পানি বিভিন্ন স্থানে জমে থাকে। আর এই প্রাদুর্ভাব চলে সেপ্টেম্বর পর্যন্ত। তাই এই সময়টাকে ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশার প্রজননকাল ধরে নেওয়া হয়।
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
প্রজনন মৌসুমের আগেই ডেঙ্গুতে আক্রান্ত ‘৬ গুণ’
এডিস মশার প্রজননের মৌসুম শুরুর আগেই ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা সংখ্যার দিক থেকে গত বছরের প্রথম ‘পাঁচ মাসের’ তুলনায় প্রায় ছয় গুণ। গত বছর এই সময়ে ডেঙ্গুতে মৃত্যু শূন্য থাকলেও এবার তা ১৩ জন।
আরও পড়ুন >>> ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা ব্যর্থ কেন?
সার্টের ‘বাংলাদেশ সাইবার থ্রেট ল্যান্ডস্কেপ রিপোর্ট ২০২২’–এ বলা হয়েছে, ভূরাজনৈতিক কারণে বাংলাদেশের সাইবার নিরাপত্তার বিষয়টি সব সময়ই চ্যালেঞ্জের। করোনা মহামারির পর বিশ্বের অর্থনৈতিক অবস্থা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, তখনই ইউরোপ ও মধ্যপ্রাচ্যে দ্বন্দ্ব শুরু হয়। ওই দ্বন্দ্বের প্রভাব পড়েছে সাইবারজগতেও।
প্রথম আলো
সাইবার নিরাপত্তায় ঝুঁকি ‘দুর্বল পরিকাঠামো’, আর্থিক খাত বেশি ঝুঁকিতে
প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সাইবার নিরাপত্তার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে রয়েছে বাংলাদেশও। দেশে সাইবার হামলার যেসব ঘটনা ঘটেছে, তার বড় কারণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দুর্বল পরিকাঠামো।
কোভিড-১৯ মহামারি থেকে উত্তরণের পর স্বাস্থ্য খাতের উন্নয়নকে প্রাধান্য দিয়ে চূড়ান্ত করা হয়েছে অর্থ বরাদ্দ। আগামী (২০২৩-২৪) অর্থবছরের বাজেটে ৩৫ হাজার ৫০ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে স্বাস্থ্য খাত।
যুগান্তর
স্বাস্থ্য খাতে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
সংশোধিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দের চেয়ে পাঁচ হাজার ৪২৯ কোটি টাকা বেশি। তবে গত দুই বাজেটে টিকা কেনায় বড় অঙ্কের বরাদ্দ থাকলেও আগামীতে থাকছে না। কারণ এরই মধ্যে পুরোপুরি নির্মূল হয়েছে কোভিড-১৯ মহামারি।
বেশি মূল্যে জমি অধিগ্রহণের অর্থ হাতিয়ে নিতে সব ধরনের কূটকৌশলের আশ্রয় নিয়েছে একজন প্রভাবশালী মন্ত্রীর পরিবার। নিজ মন্ত্রণালয়ের প্রকল্পের জমি অধিগ্রহণ প্রস্তাব চূড়ান্ত হওয়ার পর প্রথমে তিনি প্রস্তাবিত প্রকল্প এলাকার জমি পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের নামে কেনার ব্যবস্থা করেন।
যুগান্তর
মন্ত্রীর পরিবারের পকেটে ঢুকবে শতকোটি টাকা
নির্ভরযোগ্য সূত্রগুলো যুগান্তরকে জানিয়েছে, সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইডিসিএল’র প্লান্ট স্থাপন প্রকল্পের শুরুতে এভাবে বাসা বেঁধেছে দুর্নীতি। সম্ভাব্য দুর্নীতি ঠেকাতে যুক্তি তুলে ধরে আপত্তি জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন ডিসি। এরপর আটকে গেছে পুরো প্রক্রিয়া।
দেশের ৪৩ জেলার ৩৯টিতেই রেললাইনে সমস্যা। রেলের মান নষ্ট হওয়া, লাইনে পর্যাপ্ত পাথর না থাকা, মাটি সরে যাওয়াসহ বিভিন্ন কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এতে দেশের প্রায় অর্ধেক রেললাইন ঝুঁকিতে।
কালের কণ্ঠ
দেশের অর্ধেক রেললাইন ঝুঁকিতে
দুর্ঘটনার কারণ খুঁজতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, মূলত রেললাইনে সমস্যার কারণে বেশি দুর্ঘটনা হয়। সঙ্গে অনেক সময় সাংকেতিক জটিলতা এবং মানুষের ভুলও দায়ী। দেশের বেশির ভাগ রেললাইনের অবস্থাই ভালো নয়।
আরও পড়ুন >>> রেলক্রসিং কেন অরক্ষিত?
দেশে যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রায় ৮০ শতাংশ প্রকল্পের কাজ সময়মতো শেষ হয় না। আর মোট উন্নয়ন প্রকল্পের ৯৫ শতাংশ কাজই নির্ধারিত সময়ে অসমাপ্ত থাকে। এসব প্রকল্প বারবার মেয়াদ বাড়িয়ে শেষ করতে হয়। নির্ধারিত সময়ে শেষ করতে না পারায় এসব প্রকল্প বাস্তবায়নে গড়ে ব্যয় বাড়ে প্রায় ২৬ শতাংশ।
কালের কণ্ঠ
৯৫% প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ হয় না
বিআইডিএসের গবেষণায় বলা হয়েছে, সড়ক ও জনপথ অধিদপ্তরের ৮০ শতাংশ প্রকল্পই নির্ধারিত সময়ে শেষ হয় না। বারবার মেয়াদ বাড়ানোর কারণে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়নে ব্যয় বাড়ে প্রায় ৫৬ শতাংশ।
দেশের ২৯তম গ্যাসক্ষেত্রের স্বীকৃতি পেল ভোলার ইলিশা। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আমদানিকৃত এলএনজির মূল্য বিবেচনায় এখানে মজুদকৃত গ্যাসের মোট মূল্য নিরূপণ করা হয়েছে প্রায় ২৭ হাজার কোটি টাকা।
বণিক বার্তা
১৯০ কোটি টাকা বিনিয়োগে মিলেছে ২৭ হাজার কোটি টাকার গ্যাস
দেশে গ্যাস খাতের মহাপরিকল্পনা তৈরি করতে গিয়ে ২০১৭ সালে ডেনমার্কের প্রকৌশল ও পরামর্শক প্রতিষ্ঠান র্যাম্বল এক প্রক্ষেপণে বলেছিল, ২০২১ থেকে ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর বাংলাদেশে চাহিদা পূরণে গ্যাস আমদানিতে ৩ বিলিয়ন ডলারের বেশি অর্থ প্রয়োজন হবে।
এছাড়া হঠাৎ কঠোর অবস্থানে আওয়ামী লীগ; রেলপথে দুর্ঘটনার ৯০% লাইনচ্যুতির কারণে; পাহাড় কেটে সরকারি প্রকল্প; উন্নয়ন প্রকল্পে আরও আট এলাকায় গাছ কাটবে ডিএসসিসি; গবেষণা কেন্দ্র ব্যস্ত কর্তাদের বিনোদনে সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।
