মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

Dhaka Post Desk

ঢামেক প্রতিবেদক

২৩ মে ২০২৩, ০৮:৩১ পিএম


মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুর থানার বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীতে রিকশা গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে হাসান (২১) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের সহকর্মী আসিফ জানান, ঝড়ের সময় রিকশার গ্যারেজে বিদ্যুৎ ছিল না। হঠাৎ বিদ্যুৎ আসলে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন হাসান। পরে আমরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আসিফ আরও জানান, হাসান বর্তমানে ওই রিকশার গ্যারেজের পাশে একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার বাড়ি নীলফামারী জেলার চিলমারী থানা এলাকায়। তিনি ওই এলাকার নূর নবীর ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি মোহাম্মদপুর থানাকে জানিয়েছি।

এসএএ/এসকেডি

Link copied