একসঙ্গে দুই চাকরি করবেন দুদকের সেই শরীফ

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

৩১ মে ২০২৩, ০১:৫৮ এএম


একসঙ্গে দুই চাকরি করবেন দুদকের সেই শরীফ

বেসরকারি একটি পর্যটন সংস্থায় যোগ দিচ্ছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন। আগামী জুলাই থেকে তিনি ফ্লাই ট্যাক্সি অ্যাভিয়েশন লিমিটেড নামের প্রতিষ্ঠানটিতে প্রধান নির্বাহী হিসেবে (সিইও) কাজ শুরু করবেন তিনি।

মঙ্গলবার (৩০ মে) দিবাগত রাতে শরীফ উদ্দিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন- ৪ মাস ধরে চাকরি করছেন দুদকের সেই শরীফ

তিনি বলেন, গত বছরের অক্টোবরে আমি এক্সন এনিম্যাল হেলথ নামে একটি প্রতিষ্ঠানে যোগ দিয়েছি। আমি প্রতিষ্ঠানটির হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং হিসেবে কাজ করছি। তবে ওইটা আমার পার্টটাইম চাকরি। নতুন করে আরেকটি বেসরকারি প্রতিষ্ঠান আমাকে চাকরির অফার দিয়েছে। আমি কাজ করতে রাজি হওয়ায় তারা নিয়োগপত্র দিয়েছেন। এটিও পার্টটাইম চাকরি।

আরও পড়ুন>>অভিযোগের বিষয়ে অপসারিত দুদক কর্মকর্তা শরীফের যত ব্যাখ্যা

পার্টটাইম হওয়ায় একসঙ্গে দুই চাকরি চালিয়ে যাওয়ার কথাও জানান শরীফ উদ্দিন।

গত বছরের ১৬ ফেব্রুয়ারি দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ সই করা এক প্রজ্ঞাপনে শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়। চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালে বেশকিছু বড় দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মো. শরীফ উদ্দিন। এরপরই একাধিক মহলের রোষানলে পড়ে চাকরি হারান বলে অভিযোগ ওঠে।

অভিযোগের বিষয়ে অপসারিত দুদক কর্মকর্তা শরীফের যত ব্যাখ্যা

আরও পড়ুন>>চাকরি হারালেন আলোচিত দুদক কর্মকর্তা শরীফ

দুদক থেকে চাকরি যাওয়ার পর ৯ মাস বেকার ছিলেন শরীফ উদ্দিন। তারপর বাধ্য হয়ে নগরের ষোলশহর রেলস্টেশনে ভাইয়ের দোকানে বসেন তিনি। এটি নিয়ে গত নভেম্বরে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে দেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান তাকে চাকরিতে নিতে আগ্রহ দেখায়। একপর্যায়ে শরীফ উদ্দিন এক্সন এনিম্যাল হেলথ নামে একটি প্রতিষ্ঠানের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং পদে চাকরি শুরু করেন।

এমআর/এমজে

Link copied